নতুন উদ্যোক্তা লতির ফলন দেখে কি মন্তব্য করলেন ? | কচু চাষ পদ্ধতি | Kochu Chas @atikagro95
Kochu Chas Poddhoti | Lotiraj Kochu | Farming Video | Agriculture Farming
কৃষি প্রধান দেশ, আমাদের বাংলাদেশ।
আর কৃষি নতুন আমেজ নিয়ে এসেছে কচু লতি চাষ। বাংলাদেশের সকল জেলায় এখন লতি কচু হয়। আর লতি বাজার মূল্য ভাল পাওয়ায় কৃষকেরা দিন-দিন বেশি-বেশি জমি এই জাতের কচু চাষ করে, লতির জন্য । কচুর লতির উচ্চ ফলনশীল জাত হচ্ছে লতিরাজ কচু।
লতিরাজ কচুর সঠিক জাত ও চারার জন্য যোগাযোগ করুন।
📞তানিম আহমেদ 01942842572
লতিরাজ বারি ১ জাতের চারার দাম ২ টাকা পিছ।
আপনি যশোরে আসতে পারেন। লতিরাজ কচু চাষ দেখে চারা নিয়ে যেতে পারেন।
সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেয়া হয়।
আমাদের ঠিকানা : Atik Agro
কদমতলা, বাগারপাড়া থানা, যশোর।
কচু লতি চাষ পদ্ধতি বা লতিরাজ কচু চাষ পদ্ধতি :
জাত : লতিরাজ বারি ১
লতিরাজ বারি ১ সারা বছর চাষের উপযোগী জাত ।
এই লতিরাজ বারি ১ কচু সারা বাংলাদেশের সকল জেলায় চাষের উপযোগী জাত। লতিরাজ বারি ১ পানি ধারণ ক্ষমতা ভাল এমন জমিতে চাষ করা উত্তম।
এই জাতের কচুর লতি চারা রোপণের ২ মাসে পর থেকে লতি সংগ্রহ করা যায়। এবং ৭-৮ মাস লতি সংগ্রহ করা যায়। কচুর কোন অংশ গলা চুলকাই না।
৩৩ শতকের এক বিঘা জমি জমির জন্য ৪৫০০ চারার প্রয়োজন হয়।
ভালো পরির্চযা করলে ১০ মাসে ৩৩ শতকের এক বিঘা জমি থেকে ১৩০ মণ থেকে ১৫০ মণের উপর ফলন পাওয়া সম্ভব।
এই জাতের কচুর লতি বিক্রি শেষে কচু বিক্রি করা যায়।প্রতি টা কচুর ওজন হয়ে থাকে ৪-৮ কেজি হয়ে থাকে ।
কচুর লতি আসা পযন্ত ৩৩ শতকের এক বিঘা জমি চাষ করতে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়।
➡️ কচুর জমি তৈরি ও সার ব্যবস্থা :
১. প্রথম চাষের আগে যে পরিমান গোবর দেওয়া সম্ভব দিতে হবে। সাথে প্রতি শতাংশে ৫০০ গ্রাম জিপসাম দিতে হবে।
২. জমিতে ৪/৫ চাষ দিতে হবে ৷
৩. জমি চাষ শেষে সার প্রয়োগ করে জমিতে মই দিতে হবে।
৪. প্রতি ১ শতকে সারের পরিমান :-
TSP - ৬০০ গ্রাম।
MOP(পটাশ) - ৬০০ গ্রাম৷
দানাদার কীটনাশক - ৫০/৬০ গ্রাম।
ম্যানকোজেব - ৫ থেকে ৬ গ্রাম।
৫. জমি তৈরি করে ১ থেকে ২ দিন পর চারা রোপন করতে হবে।
৬. চারা রোপনের দূরত্ব :-
চারা থেকে চারা ১৮( ১ হাত) ইঞ্চি এবং সারি থেকে সারি ২৭(১.৫ হাত) ইঞ্চি। চারা ২" ইঞ্চি মাটির নিচে দিতে হবে।
৭. চারা রোপনের পর ১০ থেকে ১৫ দিন জমিতে পানি রাখতে হবে। ৭ থেকে ১৫ দিনের মাঝে ইউরিয়া সারের সাথে আগাছা নাশক দিতে হবে। জমি আগাছা মুক্ত রাখতে হয়।
৮. জমিতে পানি সেচের ব্যবস্থা থাকতে হবে।
আরো তথ্য জানতে নিচের ভিডিও গুলো দেখতে পারেন।
কচুর জমিতে কি কি আগাছা নাশক দিবেন : • কচুর জমিতে কি কি আগাছা নাশক দিবেন | ক...
কচু চাষ পদ্ধতি A to Z : • কচু চাষ পদ্ধতি A to Z
Kochur Loti Chas Poddhati | Kochu Chaser Poddhati | Kochu Chas Poddhati : • Kochur Loti Chas Poddhati | Kochu Cha...
Video tags : Kochu Chas, কচু চাষ পদ্ধতি, Kochur Loti Chas, কচু চাষ, লতি কচু চাষ পদ্ধতি, Lotiraj Kochu, লতিরাজ কচু চাষ পদ্ধতি, Kochu Chas Poddhoti, Kochur Loti, Loti Kochu, Loti Kochu Chas, কচু, কচুর লতি, কচুর লতি চাষ পদ্ধতি, লতি, Kochur Loti Harvest, Kochu Farming, Agriculture Farming, Bangladesh Farming Video, Kochu Plant, Atik Agro
#Kochu_Chas #Atikagro #Lotiraj #Kochu #Loti