এই জাতের লতিকচু থেকে যে কোন জাতের চেয়ে দ্বিগুণ ফলন পাবেন | Lotiraj Kochu #Kochu #Farming
#লতিরাজ কচুর সঠিক জাত ও ভাল মানের চারার জন্য যোগাযোগ করুন।
তানিম আহমেদ 01942842572
কচুর লতির উচ্চ ফলনশীল জাত হচ্ছে লতিরাজ কচু।
জাত : লতিরাজ বারি ১
এই লতিরাজ কচু সারা বাংলাদেশের সব এলাকায় চাষের উপযোগী জাত। বারো মাস চাষ করা যায় এই জাতের কচুর লতি।
চারা রোপণের ২ মাসে পর থেকে লতি সংগ্রহ করা যায়। এবং ৭-৮ মাস লতি উত্তলন করা যায়।
৩৩ শতকের এক বিঘা জমি থেকে ১৩০ মণ থেকে ১৫০ মণের উপর ফলন পাওয়া সম্ভব।
এই জাতের কচুর লতি বিক্রি শেষে কচু বিক্রি করা যায়।প্রতি টা কচুর ওজন হয়ে থাকে ৪-৮ কেজি।
৩৩ শতাংশের এক বিঘা জমি চাষ করতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়, কচুর লতি আসা পযন্ত।
লতিরাজ কচু চাষ পদ্ধতি ও সার ব্যবস্থা :
প্রথম চাষের আগে যে পরিমান গোবর দেওয়া সম্ভব দিতে হবে। সাথে প্রতি শতাংশে ৫০০ গ্রাম জিপসাম দিতে হবে।
১. জমিতে ৪/৫ চাষ দিতে হবে ৷
২. জমি চাষ শেষে সার প্রয়োগ করে জমিতে মই দিতে হবে।
প্রতি ১ শতকে সারের পরিমান :-
TSP - ৬০০ গ্রাম।
MOP(পটাশ) - ৬০০ গ্রাম৷
দানাদার কীটনাশক - ৫০/৬০ গ্রাম।
ম্যানসার - ৫ থেকে ৬ গ্রাম।
৩. জমি তৈরি করে ১ থেকে ২ দিন পর চারা রোপন করতে হবে।
চারা রোপনের দূরত্ব :-
চারা থেকে চারা ১৮( ১ হাত) ইঞ্চি এবং সারি থেকে সারি ২৭(১.৫ হাত) ইঞ্চি। চারা ২" ইঞ্চি মাটির নিচে দিতে হবে।
৪. চারা রোপনের পর থেকে ১০ থেকে ১৫ দিন জমিতে পানি রাখতে হবে। ৭ থেকে ১৫ দিনের মাঝে ইউরিয়া সারের সাথে আগাছা নাশক দিতে হবে।
লতিরাজ বারি ১ জাতের চারার দাম ২ টাকা পিছ।
বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেয়া হয়।
আর, আপনি আমাদের এখানে আসতে পারেন। লতিরাজ কচু চাষ দেখে চারা নিয়ে যেতে পারেন।
Atik Agro
আমাদের ঠিকানা : কদমতলা, বাগারপাড়া থানা, যশোর।
Kochur Loti Farming, Kochu, Lotiraj, Gacher Porichorja,
Kochur Full Recipe,
Coaching Roti,
Bangladesh Farming Video,
Farming Business Ideas Bengali,
Kosu Kheti Kenekoi Kore,
Kochu Gacher Porichorja,