কচুর লতির উচ্চ ফলনশীল জাত চেনে নিন। কচুর লতি চাষ পদ্ধতি | Lotiraj

Опубликовано: 10 Май 2025
на канале: Atik Agro
4,307
96

কচুর লতির উচ্চ ফলনশীল জাত চেনে নিন। কচুর লতি চাষ পদ্ধতি | Lotiraj #Satisfying #Farming #Agriculture

আজকের বিষয় :
১/ কচু লতি চাষ পদ্ধতি বা লতিরাজ কচু চাষ পদ্ধতি।
২/ লতিরাজ কচুর জমি তৈরি ও সার ব্যবস্থা।

কৃষি প্রধান দেশ, আমাদের বাংলাদেশ।
আর কৃষি নতুন আমেজ নিয়ে এসেছে কচু লতি চাষ। বাংলাদেশের সকল জেলায় এখন লতি কচু হয়। আর লতি বাজার মূল্য ভাল পাওয়ায় কৃষকেরা দিন-দিন বেশি-বেশি জমি এই জাতের কচু চাষ করে, লতির জন্য । কচুর লতির উচ্চ ফলনশীল জাত হচ্ছে লতিরাজ কচু।

লতিরাজ কচুর সঠিক জাত ও চারার জন্য যোগাযোগ করুন।
📞তানিম আহমেদ 01942842572
লতিরাজ বারি ১ জাতের চারার দাম ২ টাকা পিছ।
আপনি যশোরে আসতে পারেন। লতিরাজ কচু চাষ দেখে চারা নিয়ে যেতে পারেন।
সারা বাংলাদেশের  কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেয়া হয়।

আমাদের ঠিকানা : Atik Agro
কদমতলা, বাগারপাড়া থানা,  যশোর।

কচু লতি চাষ পদ্ধতি বা লতিরাজ কচু চাষ পদ্ধতি :

জাত : লতিরাজ বারি ১
লতিরাজ বারি ১ সারা বছর চাষের উপযোগী জাত ।
এই লতিরাজ বারি ১ কচু সারা বাংলাদেশের সকল জেলায় চাষের উপযোগী জাত। লতিরাজ বারি ১ পানি ধারণ ক্ষমতা ভাল এমন জমিতে চাষ করা উত্তম।
এই জাতের কচুর লতি চারা রোপণের ২ মাসে পর থেকে লতি সংগ্রহ করা যায়। এবং ৭-৮ মাস লতি সংগ্রহ করা যায়। কচুর কোন অংশ গলা চুলকাই না।
৩৩ শতকের এক বিঘা জমি জমির জন্য ৪৫০০ চারার প্রয়োজন হয়।
ভালো পরির্চযা করলে ১০ মাসে ৩৩ শতকের এক বিঘা জমি থেকে ১৩০ মণ থেকে ১৫০ মণের উপর ফলন পাওয়া সম্ভব।
এই জাতের কচুর লতি বিক্রি শেষে কচু বিক্রি করা যায়।প্রতি টা কচুর ওজন হয়ে থাকে ৪-৮ কেজি হয়ে থাকে ।
কচুর লতি আসা পযন্ত ৩৩ শতকের এক বিঘা জমি চাষ করতে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়।

➡️জমি তৈরি ও সার ব্যবস্থা :

১. প্রথম চাষের আগে যে পরিমান গোবর দেওয়া সম্ভব দিতে হবে। সাথে প্রতি শতাংশে ৫০০ গ্রাম জিপসাম দিতে হবে।

২. জমিতে ৪/৫ চাষ দিতে হবে ৷

৩. জমি চাষ শেষে সার প্রয়োগ করে জমিতে মই দিতে হবে।

৪. প্রতি ১ শতকে সারের পরিমান :-
TSP - ৬০০ গ্রাম।
MOP(পটাশ) - ৬০০ গ্রাম৷
দানাদার কীটনাশক - ৫০/৬০ গ্রাম।
ম্যানকোজেব  - ৫ থেকে ৬ গ্রাম।

৫. জমি তৈরি করে  ১ থেকে ২ দিন পর চারা রোপন করতে হবে।

৬. চারা রোপনের  দূরত্ব :-
চারা থেকে চারা ১৮( ১ হাত)  ইঞ্চি এবং সারি থেকে সারি ২৭(১.৫ হাত) ইঞ্চি। চারা ২" ইঞ্চি মাটির নিচে দিতে হবে।

৭. চারা রোপনের পর ১০ থেকে ১৫ দিন জমিতে পানি রাখতে হবে। ৭ থেকে ১৫ দিনের মাঝে ইউরিয়া সারের সাথে আগাছা নাশক দিতে হবে। জমি আগাছা মুক্ত রাখতে হয়।

৮. জমিতে পানি সেচের ব্যবস্থা থাকতে হবে।

আরো তথ্য জানতে নিচের Playlists গুলো দেখতে পারেন।

কচুর জমিতে কি কি আগাছা নাশক দিবেন :    • কচুর জমিতে কি কি আগাছা নাশক দিবেন | ক...  

কচু চাষ পদ্ধতি A to Z :    • কচু চাষ পদ্ধতি A to Z  

Kochur Loti Chas Poddhati | Kochu Chaser Poddhati | Kochu Chas Poddhati :    • Kochur Loti Chas Poddhati | Kochu Cha...  

Now Subscriber Channel :    / @atikagro95  

Video Relate Keywords :
কচু চাষ কিভাবে করতে হয় ?,
কচু কত প্রকার ?,
কচুর লতির উপকারিতা কি কি ?,
Kochu Calories?,
famous esculent root,
Taro Vegetable,
Taro Cultivation,
Taro Farming,
Cultivation,
Plantation,
Plow,
Agriculture,
Plough,
Ploughing,
Planting,
কচু চাষ,
কচু চাষ পদ্ধতি,
কচু চাষ কিভাবে করতে হয়,
কচু চাষ পদ্ধতি A to Z,
কচু চাষ করার সময়,
কচু চাষ করে কোটিপতি,
কচু চাষ পদ্ধতি টবে,
কচু চাষ করা,
কচু চাষ পদ্ধতি ছাদে,
কচু চাষ করার পদ্ধতি,
লতিরাজ কচু চাষ পদ্ধতি pdf,
আধুনিক পদ্ধতিতে কচু চাষ,
লতিরাজ কচুর চারা কোথায় পাওয়া যায়,
লতি কচু চাষের সময়,
লতিরাজ কচুর ফলন,
মুখী কচু চাষ পদ্ধতি,
লতিরাজ কচুর বীজ,
হাইব্রিড কচু চাষ,
লতিরাজ কচু চাষ পদ্ধতি,
লতিরাজ কচুর চারা কোথায় পাওয়া যায়,
পানিকচু চাষ,
লতিরাজ,
লতিরাজ বারি ১,
বারি পানি কচু ১,
বারি পানি কচু ২,
বারি পানি কচু ৩,
বারি পানি কচু ৪,
বারি পানি কচু ৬,
বারি পানি কচু ৭,
লতিরাজ কচুর চারা কোথায় পাওয়া যায়,
আধুনিক পদ্ধতিতে কচু চাষ,
লতিরাজ বারি ১,
লতিরাজ কচু চাষের সময়,
পানি কচু চাষ পদ্ধতি,
লতিরাজ কচুর ফলন,
মুখী কচু চাষ পদ্ধতি,
কচুর চারা কোথায় পাওয়া যায়,
হাইব্রিড কচু চাষ,
কচু চাষ পদ্ধতি pdf,
মুখী কচু চাষের সময়,
লতিরাজ কচুর বীজ,
লতিরাজ কচুর ফলন,
আধুনিক পদ্ধতিতে কচু চাষ,
কালো কচু চাষ পদ্ধতি,
কচুর লতির দাম কত?,
কচু কত দিনের ফসল?,
কচু কত প্রকার ?,

thanks for watching the video.