লতি কচু চাষের A to Z পদ্ধতি | Kochur Loti chas | কচু চাষের A to Z
লতিকচু চাষ পদ্ধতি ও সার ব্যবস্থা :
প্রথম চাষের আগে যে পরিমান গোবর দেওয়া সম্ভব দিতে হবে। সাথে প্রতি শতাংশে ৫০০ গ্রাম জিপসাম দিতে হবে।
১. জমিতে ৪/৫ চাষ দিতে হবে ৷
২. জমি চাষ শেষে সার প্রয়োগ করে জমিতে মই দিতে হবে।
১ শতাংশে সারের পরিমান :-
TSP - ৬০০ গ্রাম।
MOP(পটাশ) - ৬০০ গ্রাম৷
দানাদার কীটনাশক - ৫০/৬০ গ্রাম।
ম্যানসার - ৫ থেকে ৬ গ্রাম।
৩. জমি তৈরি করে ১ থেকে ২ দিন পর চারা রোপন করতে হবে।
চারা রোপনের দূরত্ব :-
চারা থেকে চারা ১৮( ১ হাত) ইঞ্চি এবং সারি থেকে সারি ২৭(১.৫ হাত) ইঞ্চি। চারা ২" ইঞ্চি মাটির নিচে দিতে হবে।
৪. চারা রোপনের পর থেকে ১০ থেকে ১৫ দিন জমিতে পানি রাখতে হবে। ৭ থেকে ১৫ দিনের মাঝে ইউরিয়া সারের সাথে আগাছা নাশক দিতে হবে।
লতিরাজ কচুর সঠিক জাত ও ভাল মানের চারার জন্য
কল করুন 01942842572
লতিরাজ বারি ১ জাতের চারার দাম ২ টাকা পিছ।
বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেয়া হয়।
আর, আপনি আমাদের এখানে আসতে পারেন। লতিরাজ কচু চাষ দেখে চারা নিয়ে যেতে পারেন।
আমাদের ঠিকানা :
#Atik_Agro
কদমতলা, বাগারপাড়া, যশোর।
লতিরাজ কচুর আধুনিক চাষ পদ্ধতি ও পরিচর্যার ভিডিও পেতে Subscriber করুন AtikAgro Youtube Channel.
Youtube Channel Link : / @atikagro95
A to Z চাষ
মরিচ চাষের a to z,
বেগুন চাষ a to z ,
ধান চাষ a to z ,
কলা চাষ a to z ,
পেঁপে চাষের a to z ,
করলা চাষ a to z ,
শসা চাষের a to z ,
আলু চাষ a to z ,
টমেটো চাষের a to z ,
সরিষা চাষ a to z,
Lotiraj Kochu,Loti Kochu Plant,Kochur Mukhi Chas, KochuChas Poddhoti,Pani Kochu,যশোরের লতিরাজ কচু,কচু চাষ পদ্ধতি,পানি কচু চাষ পদ্ধতি,মুখী কচু চাষ পদ্ধতি,মান কচু চাষ পদ্ধতি,দুধ কচু চাষ পদ্ধতি,নিউটনের কচু চাষ পদ্ধতি,সোলা কচু চাষ পদ্ধতি,কচু চাষ কিভাবে করতে হয়,কচু চাষ করার নিয়ম,কচু চাষ,লতিরাজ কচু চাষ পদ্ধতি,কচু শাক চাষ পদ্ধতি,কাট কচু চাষ,লতিরাজ কচু,লতিরাজ কচু চাষ,লতিরাজ কচুর চারা,লতিরাজ কচুর চারা কোথায় পাওয়া যায়,লতিরাজ বারি ১,agroatik,atikagro