ফাইভারে আমি যেভাবে পার্সোনাল ইনফর্মেশন শেয়ার করি | fiverr tips 2022
==========================================================
Fiverr এ অনেক সময় ই ক্লায়েন্ট বলে থাকে পার্সোনাল ইনফর্মেশন শেয়ার করার জন্য। কিন্তু এ বিষয়ে ফাইভারের বিধি নিষেধ থাকায় আপনি চাইলেই ইজিলি সেটা করতে পারেন না। কিছু বিষয় খেয়াল রেখে খুব সহজে কিভাবে আপনি আপনার পার্সোনাল ইনফর্মেশন শেয়ার করতে পারেন তা এই ভিডিও তে তুলে ধরার চেষ্টা করেছি।