পাবলিক বিশ্ববিদ্যালয় ভাবনা | Public University Thoughts as Bangladeshi Student !
=========================================================
পাবলিক বিশ্ববিদ্যালয় আমাকে অনেক কিছু দিয়েছে। অনেক কিছু শিখেছি ঠেকে, ঠকে। ভিডীও টা তাদের জন্য একটু হলেও কাজে দিবে তোমরা যারা নতুন শুরু করতে যাচ্ছো পাবলিক বিশ্ববিদ্যালয় জীবন। বোরিং এই ভিডীও টা শেষ করতে পারলে হয়তো দু একটা কাজের কথা মাথায় গেঁথে যাবে নিজের অজান্তেই।
এই ভিডিও দিয়ে শুরু করছি নতুন প্লেলিস্ট #saturday_thoughts