ছাত্র ইউনিয়নের দাবিতে লড়াই করতে গিয়ে খুন হতে হয় ভারতের ছাত্র ফেডারেশন কর্মী সুদীপ্ত গুপ্ত'কে। আজও সুদীপ্ত হত্যার কোন বিচার হয়নি।
সুদীপ্ত গুপ্ত রয়েছে আমাদের প্রত্যেক মিছিলের স্পর্ধায়। ক্যাম্পাস গণতন্ত্রের দাবির লড়াইয়ে। লাখ লাখ সুদীপ্ত এসএফআই-এর প্রত্যেক মিছিলের আগে আগে হাঁটে আজও।
সুদীপ্ত'র সপ্তম শহীদ দিবসে ভারতের ছাত্র ফেডারেশন যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এই মিউজিক ভিডিও।