Get Unlimited Google Drive Storage Free

Опубликовано: 27 Декабрь 2024
на канале: FG TECH
2,681
96

হ্যা এটা সম্ভব।তবে এটা সম্পুর্ণ নিরাপদ নয়।আপনি যদি কিনে ব্যবহার করেন তবে তা নিরাপদ থাকবে।

যাই হোক।

আমি যে নিয়মটি দেখাবো সেটার মাধ্যমে আনলিমিটেড স্পেস পাবেন ঠিক, তবে সেই স্পেস এর এডমিন মানে যিনি সেটা ম্যানেজ করছে তিনি আপনার ফাইল দেখতে পাবেন।কাজেই ব্যাক্তিগত কোন ফাইল সেখানে রাখা ক্ষতিকর।

যাই হোক।যেহেতু ফ্রী সার্ভিস।সেহেতু জেনে নিন।

সম্পূর্ণ ফ্রি'তে আনলিমিটেড গুগল ড্রাইভ স্টোরেজ পেতে ভিডিওটি পুরো দেখুন।






ওয়েবসাইট লিংক- https://td.msgsuite.workers.dev/?fbcl...

#Unlimited_Google_drive_Storage
#googledrive #freegoogledrive




কিভাবে খুলবেনঃ

ওয়েবসাইট ঢুকার পর

এর পর আপনি ফর্ম পাবেন।

১ম বক্সে একটা নাম দিয়ে দিন। এটি হবে আপনার স্টোরেজ ড্রাইভের নাম। স্টোরেজ ড্রাইভের ভেতরে ঢুকে পরবর্তীতে ফোল্ডার তৈরি করতে পারবেন বা ফাইল রাখতে পারবেন।

২য় বক্সে আপনার জিমেইল ঠিকানাটি বসিয়ে দিন যে জিমেইলের গুগল ড্রাইভে গিয়ে আপনি আনলিমিটেড ফাইল রাখতে পারবেন। 

কোন ইউনিভার্সিটির শেয়ারড গুগল ড্রাইভ টিম স্টোরেজ নিতে চাচ্ছেন তা সিলেক্ট করে দিন 3নং বক্স থেকে। ৪নং বক্সে টিক দিয়ে হিউম্যান ক্যাপচা ভেরিফিকেশন করুন। সবশেষে 5নং অংশে থাকা Get বাটনে ক্লিক করে প্রক্রিয়াটি শেষ করুন। 

যদি সফলভাবে সমস্ত কাজ গুলি করে থাকেন তাহলে ডিসপ্লেতে Ok লিখা দেখতে পাবেন। আপনার কাজ শেষ এখন গুগল ড্রাইভে গিয়ে চেক করতে হবে।

গুগল ড্রাইভ ফ্রি আনলিমিডেট স্টোরেজ চেক করার জন্য কম্পিউটার থেকে এই লিংকে ক্লিক করুন। তার মোবাইল থেকে চেক করার জন্য গুগল ড্রাইভের অ্যাপ ওপেন করুন।

এরপর Shared Drives এ ক্লিক করুন।

এখন আপনি ঐখানে যত খুশী ফাইল রাখতে পারবেন।