স্ক্যান করা ১০-২৫টি JPG files খুব সহজেই একটি PDF File বানাতে পারবেন। সাধারণ অনেক সময় অফিসিয়াল কাজের জন্য্য অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে মেইল এর মাধ্যমে পাঠাতে হয়। সেই ক্ষেত্রে যদি আপনার ২৫ থেকে ৩৫টি ফাইল হয়ে থাকে। তাহলে সেই সব গুলোকে ই-মেইল করে পাঠাতে অনেক সময় ও ঝামেরার বিষয়। কিন্তু আপনি যদি সেই সব জেপিজি ফাইলকে একটি পিডিএফ ফাইল বানাতে পারেন। তাহলে আপনার কোন চিন্তাই করতে হবে না। তাই আজকের এই ভিডিওতে শিখাবো কিভাবে কয়েকটি জেপিজি ফাইলকে খুব সহজেই একটি পিডিএফ ফাইল বানাতে হয়।
#Convert_Multiple #JPG_files #One_PDFFile