যেকোন সফটওয়্যার বা প্রোগ্রামের রান কমান্ড তৈরী করতে পারবেন আপনার ইচছা মত যত খুশি তত। সাধারণত উইন্ডোজ সেটআপ করার সময় অটোমেটিক ভাবে কিছু রান কমান্ড তৈরী করা থাকে। কিন্তু আপনি চাইলে আপনার খুশি মত যেকোন দরনের রান কমান্ড তৈরী করতে পারবেন। Run Commands এর সাহায়ে যেকোন কাজ অনেক দ্রুত করতে পারবেন। Run Commands কম বেশি অনেকেই ব্যবহার করে থাকেন। তাই তাদের সকলের কথা চিন্তা করেই আজকের Run Commands এর ভিডিও টিউটোরিয়ালটি তৈরী করলাম।
#Customized #Run_Commands #Create_Your_Own