উইন্ডোজ ১০ মাউস সেটিং পরিবর্তন করার পদ্ধতি এবং কিছু জরুরী ফিচার নিয়ে এই ভিডিও টিউটোরিয়াল টি । এর কম্পিউটার এর মাউস বা টাচপ্যাড সেটিং সাধারনত ডিফল্ট ভাবে যেটা থাকে তাতেই বেশ ভালো চলে । তবে মাউচ হুইল বা চাকার গতি বাড়ানো কমানো, কার্সর এর গতি পরিবর্তন কিংবা মাউস এর থিম পরিবর্তন করতে সেটিং পরিবর্তন করতে হবে।
আবার মাউস পয়েন্টার মাঝে মাঝে খুজে পেতে সমস্যা হয়, সেক্ষেত্রে Ctrl চেপে সহজেই মাউচের অবস্থান বের করা যায় । আবার অনেক সময় ল্যাপটপ এর টাচপ্যাড বন্ধ করে রাখার প্রয়োজন পড়ে । তো এই সব ছোটখাটো ব্যবহার নিয়ে আজকের এই আয়োজন।
মাউচ কার্সর সাইজ বড় করা। মাউচ পয়েন্টার এর ধরন পরিবর্তন ।
Windows 10 Mouse or touchpad settings. How to change the speed of the mouse wheel. Or how to change the mouse theme and change the colors of the mouse.