বিজনেস মেইল নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। সাধারণত শেয়ার্ড হোস্টিং থেকে ইমেইল সার্ভিস টি ব্যবহার করলে নানান সমস্যায় পড়তে হয়। যেমনঃ মেইল না গিয়ে সেটা বাউন্স করা, মেইল গেলেও সেটা spam ফোল্ডারে যাওয়া এবং ইমেইল না আসা সহ নানাবিধ সমস্যায় পড়তে হয়।
এইসব সমস্যা এড়াতে আপনাকে ব্যবহার করতে হবে প্রফেশনাল ইমেইল সার্ভিস। তবে প্রফেশনাল মেইল সার্ভিস ব্যবহার করতে গেলে প্রাইস অনেক বেশি খরচ হয় বিভিন্ন কোম্পানি ভেদে। আমরা আজ ফ্রি তেই দেখাচ্ছি zoho mail এর সার্ভিস টা। এদের প্রিমিয়াম প্যাকেজ ও আছে। তবে ফ্রি তেই যা দিচ্ছে, সেটা তে ছোট ও মাঝারি কোম্পানির জন্য যথেস্ট বলে মনে করছি। আশাকরি Zoho Mail সেটাপ করার পর থেকে ইমেইল নিয়ে আর কোনো বিড়ম্বনায় পড়তে হবেনা আপনাকে।
Zoho Mail সেটাপ করতে আপনার সমস্যা হলে, সময় না থাকলে বা প্রফেশনাল কারো হেল্প প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে মিনিমাম চার্জ দিয়ে আমাদের মাধ্যমে আপনার Zoho mail সেটাপ করে নিতে পারেন।
ইউনিক বিডি
ফোনঃ +8801516188989
ইমেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ www.unikbd.com