সিএসএস বাংলা টিউটোরিয়াল - CSS Tutorial Bangla 01

Опубликовано: 04 Апрель 2025
на канале: Kivabe Channel
1,353
45

সিএসএস বাংলা টিউটোরিয়াল এর প্রথম টিউটোরিয়াল এটি । এখানে আমরা শুরু করেছি #সিএসএস শেখা। আমরা শুরুতে থিওরি নিয়ে আলোচনা করেছি যাতে কোডিং শুরুর আগেই ধারনা পান কি হচ্ছে ।
#CSS গুলো তিন ভাবে এইচটিএমএল এ লেখা যায় । এই ভিডিও টিতে আমরা প্রথম দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছি ।
আপনারা যারা ভাবছেন সিএসএস শিখবো কিভাবে, তাদের জন্য হতে পারে আমাদের সিএসএস বাংলা টিউটোরিয়াল গুলো আদর্শ ।
CSS tutorial Bangla kivabe channel


একটি ওয়েব পেজের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে CSS এর উপর । যার যত css এ দক্ষতা, সে তত ভালো ওয়েব ডিজাইন করতে পারে । আর আপনি যদি ব্যাকেন্ড ডেভেলপার ও হয, তাতেও আপনার সিএসএস এর প্রাথমিক ধারনা লাগবে । কারন ছোট্ট ছোট্ট কিছু css issue র জন্য আপনার ওয়েব এপ্লিকেশন এ এরর আসতে আপে বা আপনি যেভাবে দেখাতে চাইছেন, সেভাবে আসবেনা ।

CSS শেখার আগে আপনাদের বেসিক HTML এর ধারনা থাকতে হবে এবং এই ভিডিও টি যারা দেখবেন, ধরেই নেয়া হবে আপনি বেসিক এইচটিএমএল জানেন ।
আর জানা না থাকলে দেখে নিন

Baisc HTML tutorial Link :    • Basic HTML Bangla Tutorial - বেসিক এই...  

লাইভ কোড এডিটর: https://kivabe.com/code/try/blank

এই ভিডিওর সোর্স কোড গুলো : https://kivabe.com/code/try/css-class...


সিএসএস বাংলা টিউটোরিয়াল সব ভিডিও:    • সিএসএস বাংলা টিউটোরিয়াল  
Live Project Web Design:    • Live Project Web Design Tutorial - Ba...