Microsoft Office Word 2007 এ যারা বাংলা টাইপ করেন। সব সময় বাংলা ফন্ট ও ফন্ট সাইজ সিলেক্ট করতে হয়। যতবার আপনি নিউ পেজ নিবেন ঠিক ততবার আপনাকে SutonnyMJ Bangla Font এবং ফন্ট সাইজ সিলেক্ট করতেই হবে। কিন্তু আপনি যদি Bangla Font ও Font Size সব সময়কার জন্য Default ভাবে Set করে রাখেন। তাহলে আপনাকে আর কষ্ট করে বার বার বাংলা ফন্ট ও ফন্ট সাইজ সিলেক্ট করতে হবে না। একবার ফন্ট সিলেক্ট করে রাখবেন। সবর্দা ঠিক একই সাইজ ও বাংলা ফন্ট সেট করা থাকবে। ঠিক এই কারণেই আজকের এই বাংলা ভিডিও টিউটোরিয়ালটি তৈরী করেছি। আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে খুব অল্প সময়ে আপনি শিখে যাবেন কিভাবে এই কাজটি করতে হয়। তাই আর দেরি না করে ভিডিওটি দেখুন।
#Set_Default_Font #SutonnyMJ_Bangla #Microsoft_Office