এক্সেলে আমরা সরাসরি ফাংশন ব্যবহার করে তারিখ কিংবা তারিখ সহ সময় নিয়ে আসতে পারি । কিন্তু সুধু সময় সরাসরি আসেনা, সেল ফরমেট করে নিতে হয় । আবার ফাংশন গুলো ব্যবহার করে ফরমুলা তৈরি করেও সুধু টাইম বা সময় নিয়ে আসা যায় ।
তো এই ভিডিও তে আমরা বেশ কয়েকটি পদ্ধতি এবং কিবোর্ড সটকার্ট ও দেখিয়েছি কিভাবে এই মুহূর্তের সময় নিয়ে আসা যায়।
এক্সেলের আরো টিউটোরিয়াল পাবেন আমাদের #এক্সেল #টিউটোরিয়াল প্লে লিস্ট টিতে
• এক্সেল টিউটোরিয়াল
Intro(0:00)
Time and Date Functions (0:25)
Formatting(2:00)
Text function (3:40)
Custom Formatting (5:35)