ভয়ংকর দেবতা পাহাড় অভিযান | Episode - 01 | থানচি থেকে পদ্দমুখ হয়ে থুইসাপাড়া
অমিয়াখুম - নাফাখুম ভ্রমণ ২০২১
রুট প্ল্যান : ঢাকা - বান্দরবান - থানচি - পদ্ম ঝিরি - রুনাঝন পাড়া - হরিচন্দ্র পাড়া - নতুন পাড়া - থুইসা পাড়া - দেবতা পাহাড় - অমিয়াখুম - সাতভাই খুম - ভেলাখুম - থুইসা পাড়া - জিন্না পাড়া - উলামা পাড়া - নাফাখুম পাড়া - রেমাক্রি রাজা পাথর - বলিপাড়া - থানচি - বান্দরবান - ঢাকা
২৭-১১-২০২১ রাতের বাসে আমরা ঢাকা থেকে ১১জনের একটা টিম বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আনুমানিক ভোর ৪:৩০-৫:০০টার সময় আমরা বান্দরবান পৌঁছে যাই। এরপর একটা চাঁদের গাড়ি ঠিক করে আমরা থানচিতে চলে আসি। এর মাঝে চিম্বুক পাহাড়ের এখানে আর্মি ক্যান্টিনে সকালের নাস্তা করে নেই। থানচিতে এসে গাইডের এর সাথে দেখা করে সকল ফর্মালিটিজ পূরণ করে আমরা বোটে করে পদ্ধঝিরি চলে আসি। এখন থেকেই আমাদের ট্র্যাকিং শুরু হলো।
১ম দিন : ২৮ নভেম্বর ২০২১
🏔 লোকেশন : থানচি - পদ্ম ঝিরি - রুনাঝন পাড়া - হরিচন্দ্র পাড়া - নতুন পাড়া - থুইসা পাড়া
🚶♂️ পাহাড়ি রাস্তায় হাটা ও ট্রেকিং : ৭:৩০ ঘন্টা
পদ্ধঝিরি থেকে আমাদের ট্র্যাকিং শুরু হলো। এখান থেকেই আমরা নেটওয়ার্কের বাহিরে চলে আসি। কিছুক্ষন ঝিরি পথ দিয়ে হেটে আমরা চলে আসি রুনাঝন পাড়া। রুনাঝন পাড়াতে একটা দোকানে আমরা হালকা কিছু খেয়ে নেই। এরপর ছোট-বড় কিছু পাহাড় ট্র্যাকিং করে আমরা চলে আসি হরিচন্দ্র পাড়া। হরিচন্দ্র পাড়া আস্তে আমাদের অনেক কষ্ট হয়ে গেছিলো। এই পাড়াতে আমরা অনেক্ষন সময় বিশ্ৰাম নিয়ে পেঁপে এবং কলা খেয়ে আবার আমাদের যাত্রা শুরু করি। আমরা যখন নতুন পাড়াতে আসি ততক্ষনে বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা চলে আসবে এরকম সময়। সবাই অনেক ক্লান্ত থাকায় এই পাড়াতে একটা দোকানে আমরা কিছু খেয়ে নেই। নতুন পাড়া থেকে এবার আমাদের সর্বশেষ গন্তব্য থুইসা পাড়ার দিকে হাটা শুরু করি। ৫-১০মিনিট হাঁটার পর সন্ধ্যা হয়ে যায়। সবাই টর্চ লাইটের আলো দিয়ে পাহাড়ী রাস্তায় ২ ঘন্টা ট্র্যাকিং করে আমরা অবশেষে সন্ধ্যা ৭টায় থুইসা পাড়া পৌঁছাই। থুইসা পাড়াতে কোনো মোবাইলের নেটওয়ার্ক না থাকতে আগে থেকে কোনো খাবারের অর্ডার দেয়া সম্ভব হয় না। আমরা সবাই ফ্রেশ হয়ে খাবারের জন্য অপেক্ষা করতে থাকি। এর মধ্যে আমাদের মাক্সিমাম মেম্বার্সের শরীরে প্রচন্ড ব্যথা এবং জ্বর চলে আসে। সবাই রাতের খাবার (মুরগি, আলু ভর্তা, ভাত, ডাল ) খেয়ে ঘুমিয়ে পড়ি।
২য় দিন: ২৯ নভেম্বর ২০২১
🏔 লোকেশন : থুইসা পাড়া - দেবতা পাহাড় - অমিয়াখুম - সাতভাই খুম - ভেলাখুম - থুইসা পাড়া - জিন্না পাড়া - উলামা পাড়া - নাফাখুম পাড়া
---
🚶♂️পাহাড়ি রাস্তায় হাটা ও ট্রেকিং : ১২:৩০ ঘন্টা
৩য় দিন :৩০ নভেম্বর ২০২১
🏔 লোকেশন :নাফাখুম - রেমাক্রি - রাজা পাথর - বলিপাড়া - থানচি - বান্দরবান
🚶♂️পাহাড়ি রাস্তায় হাটা : ২:৩০ ঘন্টা
খুব সকালে ঘুম থেকে উঠে আমরা নাফাখুম জলপ্রপাতে চলে আসি। সকালের নাফাখুম অন্যরকম একটা সৌন্দ্যর্য ছিল। আমরা কিছুক্ষন জলপ্রপাতে পাশে সময় কাটিয়ে পাড়াতে চলে আসি। সকালের নাস্তা (ডিম, আলু ভর্তা, ভাত, ডাল )খেয়ে আমরা রেমাক্রির উদ্দেশে হাটা শুরু করি।প্রায় ২:৩০মিনিট হেটে আমরা রেমাক্রীফ্লসের এখানে চলে আসি। রেমাক্রি এসে সবাই গোসল করে বোটে করে আমরা থানচিতে চলে আসি। বোটে করে আসার সময় রাজা পাথর দেখা হয়। থানচি এসে দুপুরের খাবার খেয়ে গাইডকে বিদায় দিয়ে চাঁদের গাড়িতে করে বান্দরবান শহরে চলে আসি এবং রাতের বাসে ঢাকা চলে আসি।
🚶♂️আমাদের হাটা পথের হিসাবঃ
পদ্মমুখ-থুইসাপড়া: ১৩.৫ কিমি 🥱
থুইসাপাড়া -আমিয়াখুম-থুইসাপাড়া: ৮.৫ কিমি। 👌
থুইসাপাড়া-নাফাখুম: ৭ কিমি। 💆♂️💆♂️
নাফাখুম-রেমাক্রি: ৬ কিমি।। 👏🧗♂️
মোটঃ ৩৫ কিলোমিটার
(নোট: দুইদিন ট্র্যাকিং এর এই 35 কিমি এর মধ্যে 20 থেকে 25 কিলোমিটার ছিল পাহাড়ের ওঠা ও নামার রাস্তা, যা বেশ দুর্গম ছিল ।। 5 থেকে 7 কিমি ঝিরি পথ ।। বাকি 3 থেকে 5 কিলো সাধারণ রাস্তা )
খরচ :
ঢাকা- বান্দরবান বাস টিকেট ৭০০টাকা
থানচি চাঁদের গাড়ি ৬০০০টাকা (২৮-১১-২০২১ সকালে নিয়ে গেছে এবং ৩০-১১-২০২১ বিকালে আবার নিয়ে আসছে)
গাইড : ৫০০০টাকা (অমিয়াখুমে যাওয়ার লোকাল গাইড সহ )
লাইফ জ্যাকেট: ১৫০টাকা জন প্রতি(৩ দিনের জন্য নিতে হবে)
বোট : ৪৫০০টাকা (এক বোটে ৫জন )
থুইসা পাড়া এবং নাফাখুম পাড়াতে থাকা এবং খাবার : থাকা জন প্রতি ১৫০টাকা , সকালের খাবার ১২০টাকা , দুপুর এবং রাতের খাবার ২০০টাকা
*** আমাদের ১১জনের টিমের জন প্রতি ৫৫০০টাকার মতো খরচ লাগছে।
***কারো যদি পাহাড় ট্র্যাকিং করার শখ না থাকে তাহলে গাইডকে বলে রেমাক্রি -রেমাক্রি ট্যুর প্ল্যান করবেন (থানচি - রেমাক্রি - নাফাখুম পাড়া - থুইসা পাড়া - দেবতা পাহাড় - অমিয়াখুম - সাতভাই খুম - ভেলাখুম - থুইসা পাড়া - জিন্না পাড়া - উলামা পাড়া - নাফাখুম পাড়া - রেমাক্রি - থানচি )
*** থানচির পরে কোনো মোবাইলের নেটওয়ার্ক থাকে না তাই ফ্যামিলি এর সাথে থানচিতে থেকেই কথা বলে নিবেন।
*** সবার ২-৩ কপি NID এর ফটোকপি সাথে নিয়ে নিবেন
গাইড : সেলিম ভাই (০১৮৬২৮৯০২৯৬)
চাঁদের গাড়ি : এহসান ভাই (০১৬৪৪৬১৯৮২৩)
বিঃ দ্রঃ ঘুরতে যেয়ে যেখানে সেখানে ময়লা ফেলবেন না। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে পাহাড়ের প্রাকৃতিক সৌন্ধর্য বজায় রাখার চেষ্টা করবেন।