PHP তে Variable Functions কি?
PHP তে যখন একটি variable এর নামের সাথে parenthesis যুক্ত থাকে , তখন PHP সেই variable এর value বা মানের এর সাথে মিল রেখে একই নামে একটি function খুঁজতে থাকে। এবং function টি পেলে তা execute করে। PHP এর পরিভাষায় একে বলা হয় Variable function.