রাঙ্গামাটি অভিযান ধুপপানি ঝর্ণা | Trek to Dhuppani Waterfall । Bilaichori । Rangamati | Codemanbd

Опубликовано: 27 Январь 2025
на канале: iqbal tasif
428
7

Codemanbd চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গামাটি ভ্রমণ ২০২২
ন-কাটা ঝর্ণা, মুপ্পোছড়া ঝর্ণা, ধূপপানি ঝর্ণা ভ্রমণ
ট্যুর প্ল্যান : ঢাকা - কাপ্তাই - বিলাইছড়ি -ন-কাটা ঝর্ণা এবং মুপ্পোছড়া ঝর্ণা - বিলাইছড়ি - উলোছড়ি - ধূপপানি ঝর্ণা -উলোছড়ি - কাপ্তাই -ঢাকা।
আমরা ৯জনের টিম ০৮-০৮-২০২২ তারিখ রাত ১০:৪৫ এর বাসে ঢাকা থেকে কাপ্তাই এর উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আনুমানিক সকাল ৬টার সময় আমাদের কাপ্তাই জেটি ঘাট এর পাশেই বাস কাউন্টারের সামনে নামিয়ে দেয়। বাস থেকে নেমে আমরা রিটার্ন টিকেট করে নেই। এত সকালে কোনো বাস কাউন্টার খোলা থাকে না। আমরা শ্যামলী এন .আর পরিবহনের মনা ভাইকে ফোন করে কাউন্টার ওপেন করে টিকেট করে নেই ।
১ম দিন : আমরা জেটি ঘাট থেকে ২দিনের জন্য একটা বোট ভাড়া করে নেই | বোট নেয়ার সময় বলে নিতে হবে কোথায় কোথায় যাবেন । বোট ভাড়া করে আমরা সবাই সকালের নাস্তা করে বোটে উঠে পড়ি।
আমাদের প্রথম দিনের প্ল্যান হচ্ছে বিলাইছড়ি যাবো এবং ঐদিনেই ন-কাটা ঝর্ণা, মুপ্পোছড়া ঝর্ণা দেখে রাতে বিলাইছড়িতে থাকবো।
কাপ্তাই লেকের অপরূপ সৌন্ধর্য উপভোগ করতে করতে আমরা ১ম আর্মি ক্যাম্প গাছকাটা আর্মি ক্যাম্পে চলে আসি। এখানে সবার NID কার্ড জমা দিয়ে, আর্মি ক্যান্টিন থেকে কিছু খাবার কিনে আমরা বিলাইছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি।

খরচ : এখানে মেইন মেইন খরচ গুলো উল্যেখ করা হচ্ছে
১. ঢাকা - কাপ্তাই বাস ভাড়া ৮৫০ টাকা
২.১ম দিন সকালের নাস্তা ৭০০টাকা (৯জন)
৩. বোট ভাড়া ৭২০০টাকা (২দিনের জন্য)
৪. বোর্ডিং ভাড়া ৫রুম ২০০০টাকা
৫. ১ম দিন দুপুরের খাবার প্যাকেজ জন প্রতি ১৫০টাকা
৬. ১ম দিন রাতের খাবার জন প্রতি ১০০টাকা
৭. ১ম দিন গাইড খরচ ৬০০ টাকা
৮.২য় দিন সকালের নাস্তা জন প্রতি ৬০টাকা
৯.২য় দিন দুপুরের খাবার ২০০টাকা জনপ্রতি
১০.২য় দিন গাইড খরচ ৭০০ টাকা
১১.২য় দিন রাতের খাবার জন প্রতি ১৫০ টাকা
১২. ১ম আর্মি ক্যাম্প এবং পাহাড়ে ট্রেকিং এর সময় প্রায় ৬০০-৭০০টাকার খাবার খাওয়া হয়েছে।
নোট:
১.১ম দিন সকালে কাপ্তাই নেমেই রিটার্ন টিকেট করে নিবেন। রিটার্ন টিকেট না করলে আসার দিন পিছনের দিকে সিট পরলে জার্নিটা অনেক কষ্ট হয়ে যাবে।
২. ধূপপানি যাওয়ার জন্য অবশ্যই সকাল ৫টার মধ্যে বেড়িয়ে পড়বেন। ধূপপানি থেকে ফিরার পথে বিকাল ৫টার মধ্যে ২য় আর্মি ক্যাম্প এবং বিকাল ৬টার মধ্যে ৩য় আর্মি ক্যাম্পে রিপোর্টিং করতে হবে। লেট করলে আর্মি আপনাকে কাপ্তাই আসার পার্মিশন দিবে না। আমরা যেদিন বিলাইছড়িতে ছিলাম ঐদিন ১০০জন কে কাপ্তাই আসার পার্মিশন দেয় নাই
৩. থাকার জন্য কম খরচে নিরিবিলি বোর্ডিং আমার কাছে বেস্ট মনে হয়েছে
৪.কাপ্তাই শ্যামলী এন.আর পরিবহন মনা ভাইয়ের ফোন নাম্বার :০১৭৫৪৭৮৩৪৩০
৫.ভাতঘর হোটেল : ০১৮২৮৮০৪১১২
৬.ভোটার আইডি কার্ড ৪ কপি 1st priority
অন্যথায় কলেজ/ভার্সিটি আই,ডি,কার্ড বা জন্মসনদ/পাসপোর্ট এর ফটোকপি
৭. যথেষ্ট পরিমান পলিথিন
৮. ট্রেক করার উপযোগী জুতা/সেন্ডেল
৯.এখানে Teletalk আর Robi ছাড়া অন্য কোন সিমের নেটওয়ার্ক থাকে না।
বিঃ দ্রঃ ঘুরতে যেয়ে যেখানে সেখানে ময়লা ফেলবেন না। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে প্রাকৃতিক সৌন্ধর্য বজায় রাখার চেষ্টা করবেন।

#rangamati #dhuppani #duppanijhorna #রাঙ্গামাটি #rangamtitravel #codemanbd #codemanbdtour